Administrative Activities
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর গৃহীত কার্যক্রম
১। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্তৃক যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে নিম্নলিখিত কাযক্রম গ্রহণ করা হয়েছেঃ
ক। সিনিয়র সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সিনিয়র সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়, ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরন করে তেজগাঁস্থ বিজয় স্বরণী, সেনা জাদুঘর-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যথাযথ সামরিক কায়দায় বিএনসিসির চৌকস ক্যাডেটদের নিয়ে গার্ড অব অনার এবং পুষ্পস্তবক অর্পণ করবেন।
খ। মহাপরিচালক কর্তৃক জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসপি, এনডিসি, পিএসসি যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরন করে তেজগাঁস্থ বিজয় স্বরণী, সেনা জাদুঘর-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যথাযথ সামরিক কায়দায় বিএনসিসির চৌকস ক্যাডেটদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন।
গ। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি স্থলে পুষ্পস্তবক অর্পণ। মহাপরিচালক এর পক্ষ হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট স্বাস্থ্য বিধি মেনে যথাযথ আনু্ষ্ঠানিকতায় টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধি স্থলে পুষ্পস্তবক অর্পণ করবেন।
ঘ। আন্তঃ রেজিমেন্ট/উইং সাহিত্য প্রতিযোগিতা । ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম সাহাদত বার্ষিকী পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবনীর উপর প্রবন্ধ পাঠ, বঙ্গমাতার আদর্শ এবং বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনে বঙ্গমাতার অবদান বিষয়ের উপর সাহিত্য প্রতিযোগীতা আয়োজন করা হয় । তাছাড়াও প্রত্যেক রেজিমেন্ট/উইং নিজ নিজ ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাংকনের আয়োজন করে । তাছাড়া নিজ উৎস হতে প্রত্যেকটি রেজিমেন্ট নিজস্ব তত্ত্বাবধানে দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করবে।
ঙ। বিবিধ কর্মসূচী। সদর দপ্তর বিএনসিসি ও বিএনসিসির এর ৫টি রেজিমেন্ট সদর এ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নিম্নলিখিত কর্মসূচি পালন করা হবেঃ
(১) জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। দিনের প্রথম প্রহরে যথাযথ মর্যাদায় জাতিয় পতাকা অধ © নমিত করণ।
(২) বিশেষ দোয়া মাহফিল। সদর দপ্তর বিএনসিসি ও ৫টি রেজিমেন্টে অফিসার, সীমিত সংখ্যক কর্মচারী, সামরিক প্রশিক্ষক ও ক্যাডেটদের উপস্থিতিতে কোভিড-১৯ নিরাপত্তা প্রোটকল মেনে নির্বাচিত অফিসার ও কর্মচারীগণের দ্বারা আলোচনা অনুষ্ঠান, বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা ।
(৩) প্রামান্য চিত্র। সদর দপ্তর বিএনসিসি ও বিএনসিসির এর ৫টি রেজিমেন্টে স্বাস্থ্য বিধি মেনে অফিসার, সীমিত সংখ্যক কর্মচারী, সামরিক প্রশিক্ষকগণের উপস্থিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা ।
(৪) আলোচনা সভা। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হবে ।
(৫) চিত্রাংকন ও রক্তদান কর্মসূচী। পথ শিশুদের নিয়ে বিএনসিসি রমনা রেজিমেন্ট, ঢাকা চিত্রাংকন এর আয়োজন এবং পথ শিশুদের মাঝে পোষাক ও উপহার সামগ্রী বিতরন করবে। উক্ত কর্মসূচীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি ও বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসপি, এনডিসি, পিএসসি উপস্থিত থাকবেন বলে আশা করা যায় । তাছাড়াও উক্ত দিনে বিএনসিসি ক্যাডেটদের নিয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী আয়োজন করা হবে।
Honorable Defence Secretary visited BNCC Academy, Baipail, Savar
Honorable Defence Secretary Dr. Md. Abu Hena Mostafa Kamal, ndc visited BNCC Academy, Baipail, Savar on 19 Jan 2021 along with other officials of Ministry Of Defence. Sir was very impressed seeing the rapid progress of the Women Complex and other ongoing constitution works and appreciated our respected DG BNCC Brigadier General Nahidul Islam Khan,BSP,ndc,psc for his initiative.
বিমান বাহিনীর অফিসার কর্তৃক বিএনসিসি অধিদপ্তর
পরিদর্শন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে গত ২৮ মার্চ ২০২১ তারিখে বিএনসিসি বিমান উইং এর ৫৬ নম্বর স্কোয়াড্রন , ঢাকা কর্তৃক বিএনসিসি সদর দপ্তরে স্বেচ্ছাসেবা কার্যক্রম এবং বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এ্যারোস্পেস ইউনিভার্সিটির সম্মানিত উপ - উপাচার্য এয়ার কমোডর মোঃ জাহিদুর রহমান , জিইউপি , এনএসডব্লিউসি , পিএসসি ।
বিএনসিসি একাডেমীতে ক্যাডেট ডাইনিং হল উদ্বোধন।
গত ১৩ জুন ২০২১ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর একাডেমী প্রাঙ্গনস্হ নবনির্মিত সামরিক প্রশিক্ষক কমপ্লেক্স ও ক্যাডেট ডাইনিং হলের শুভ উদ্বোধন করেন বিএনসিসি ' র সম্মানিত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান বিএসপি , এনডিসি , পিএসসি ।
DG Visits (DSCSC)
A team of Bangladesh National Cadet Corps including BNCC cadets,BNCCO and Military Officers of BNCC HQ led by DG BNCC Brigadier General Nahidul Islam Khan, BSP, ndc, psc visited Defence Services Command and Staff College (DSCSC) on 24 May 2021. During the visit DG BNCC gave a presentation on BNCC followed by a question & answer session in the presence of student officers from different countries.
Many Thanks to respected Commandant DSCSC for facilitating us with this rare opportunity
বিএনসিসি ওয়েবসাইট ও ডাটাবেজ উদ্বোধন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে উদ্বোধন করা হলো বিএনসিসি ওয়েবসাইট ও ডাটাবেজ ।
মহান আল্লাহ বিএনসিসি কে আরো সামনের দিকে এগিয়ে নিতে আমাদের সবার প্রতি সদয় হন এই কামনা করছি ।